Wednesday, April 12, 2017

Rajshahi City College

অধ্যক্ষের বাণী

হযরত শাহ মখদুম (র:) এর পুণ্যভূমিতে অবস্থিত উত্তরবঙ্গের অন্যতম ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ- রাজশাহী সরকারি সিটি কলেজ। গুণগত শিক্ষার মাধ্যমে কেবল মেধার মনবিকীকরণ সম্ভব-এই সত্য আমাদের অন্তরে গ্রথিত। আমরা সেই সত্যের বাস্তব প্রয়োগে সর্বদা সজাগ আছি।


কোমলমতি ছাত্র-ছাত্রীদের মেধা বিকাশের লক্ষ্যে আনুষ্ঠানিক শিক্ষার পাশাপাশি নানামুখী সহশিক্ষা কার্যক্রম পরিচালনা, এই কলেজের একটি পুরনো ঐতিহ্য। উচ্চ মাধ্যমিক পর্যায়ে প্রতিবছরই ভালো ফলাফল অর্জনের ধরাবাহিকতা অক্ষুণ্ণ রেখেছে কলেজটি।


এই অর্জনের পিছনে রয়েছে এই কলেজের মেধাবী শিক্ষকবৃন্দের নিরলস পরিশ্রম ও বস্তুনিষ্ঠ দিক-নির্দেশনা।  এই কলেজে উচ্চ মাধ্যমিক, স্নাতক ও সম্মান শ্রেণীতে অধ্যয়নরত প্রায় ছয় হাজার ছাত্র-ছাত্রী, সকল বিভাগের শিক্ষকবৃন্দ ও কর্মচারীদের নানাবিধ সুবিধার জন্য একটি ডাইনামিক ওয়েবসাইট তৈরির কাজ আমরা ইত্যেমধ্যে সম্পন্ন করেছি। ডিজিটাল বাংলাদেশ গড়ার ক্ষেত্রে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ব্যাপক বিস্তৃতি যেমন অপরিহার্য, তেমনি প্রযুক্তি-বান্ধব মমন তৈরির বিষয়টিকেও গুরুত্বের সাথে বিবেচনা করা দরকার। সেই লক্ষ্য বাস্তবায়নে, এই ওয়েবসাইট, একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমার প্রত্যাশা। কলেজের নানাবিধ কর্মকাণ্ডের তথ্য যেমন শিক্ষক-কর্মচারী ও ছাত্র-ছাত্রীরা জানতে পারবে, তেমনি শিক্ষা মন্ত্রণালয় এবং শিক্ষা ব্যবস্থাপনার সাথে সংযুক্ত নানাক্ষেত্রের কর্মকর্তা-কর্মচারীবৃন্দও সেইসব তথ্য সহজেই অবগত হবেন। ফলে ক্লাস-রুটিন থেকে শুরু করে বিষয়ওয়ারী পাঠ পরিকল্পনা, ভর্তি-পরীক্ষা ফলাফল এবং শিক্ষক-কর্মচারীদের হালনাগাদ ডাটাবেজ, শিক্ষা কার্যক্রমকে আরো গতিশীল ও সময়োপযোগী করে তুলবে বলে আমার বিশ্বাস। আমি মনে করি, এই ওয়েব সাইট, রাজশাহী সরকারি সিটি কলেজের উন্নয়নে একটি উল্লেখযোগ্য সংযোজন, যার মধ্যে দিয়ে কলেজের সার্বিক অগ্রগতির পরিচয় ফুটে ওঠবে। সময়ের সাথে সংগতি রেখে, ভবিষ্যতে, এই ওয়েবসাইটকে আরো সমৃদ্ধ করা হবে, যাতে সংশ্লিষ্ট সবাই অধিকতর সুবিধা পায়। এছাড়া শ্রেণী কক্ষগুলোকে পর্যায়ক্রমে মাল্টিমিডিয়ার সহায্যে ক্লাশ নেওয়ার উপযোগী করে তোলা হচ্ছে, যাতে শিক্ষকদের ক্লাশ নেওয়া সহজ হবে এবং শিক্ষার্থীরা শ্রেণী কক্ষে মনোযোগী হবে।










1 comment:

Rajshahi City College

অধ্যক্ষের বাণী হযরত শাহ মখদুম (র:) এর পুণ্যভূমিতে অবস্থিত উত্তরবঙ্গের অন্যতম ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ- রাজশাহী সরকারি সিটি কলেজ। গুণগত শিক...